পাবনায় ট্রাকের সাথে সংঘর্ষে ট্রেনের ইঞ্জিন বিকল

|

ট্রাকের সাথে সংঘর্ষে আন্তঃনগর ‘ঢালারচর এক্সপ্রেস’ ট্রেনের ইঞ্জিন বিকল।

পাবনা প্রতিনিধি:

পাবনায় ট্রাকের সাথে সংঘর্ষে আন্তঃনগর ‘ঢালারচর এক্সপ্রেস’ ট্রেনের ইঞ্জিন বিকল হয়েছে। এতে পাবনা-রাজশাহী রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

বৃহস্পতিবার (২৮ অক্টোবর) ভোর ৬ টায় পাবনা বাস টার্মিনালের পূর্ব পাশে মহেন্দ্রপুর রেলক্রসিংয়ে দুর্ঘটনা ঘটে। এতে ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে যায়, ২ পাশে শত শত যানবাহন আটকা পড়ে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

স্থানীয়রা জানায়, দুর্ঘটনার সময় রেলক্রসিংয়ের ক্রসবার নামাননি দায়িত্বরত গেটম্যান। ট্রাকচালক সম্ভবত রাতভর গাড়ি চালানোর ক্লান্তিতে ঝিমচ্ছিলেন। ট্রেনের উপস্থিতি খেয়াল না করেই গাড়ি চালানোয় দুর্ঘটনা ঘটেছে।

খবর পেয়েই আমরা ঘটনাস্থলে পুলিশ আসে। দুর্ঘটনায় রাস্তার দুই পাশে তৈরি যানজট নিরসন করেছে পুলিশ।

দুর্ঘটনার পর ঈশ্বরদী থেকে রেলওয়ের কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে আসেন। এরপর ঈশ্বরদী থেকে ট্রেনের ইঞ্জিন নিয়ে আসার পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

সূত্র জানায়, রেললাইনের ক্রসিংয়ের গেটে থাকা লোহার শেকল কাজ না করার কারণে এ ঘটনাটি ঘটে। এ ঘটনায় প্রায় দেড়ঘণ্টার মতো সেখানে যানজট তৈরি হয়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply