‘ভোটহীন সরকারের জবাবদিহি না থাকায় নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে নেই’

|

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। ফাইল ছবি

ভোটহীন সরকারের জবাবদিহি নেই বলেই নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে নেই। এই মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

বৃহস্পতিবার (২৮ অক্টোবর) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে শ্রমিক দলের মানববন্ধনে এই মন্তব্য করেন তিনি।

একই অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, দ্রব্যমূল্য নিয়ে যখন মানুষের নাজেহাল অবস্থা, তখন সাম্প্রদায়িক হামলার ঘটনা ঘটিয়ে সরকার জনদৃষ্টি ভিন্নখাতে নিতে বিএনপির ওপর দোষ চাপিয়েছে। তিনি অভিযোগ করেন, হিন্দু সম্প্রদায়ের ওপর হামলায় জড়িতরা ক্ষমতাসীন দলের নেতাকর্মী।

মানববন্ধনে বিএনপির নেতারা বলেন, ঐক্যবদ্ধ আন্দোলনে যদি সরকারের পতন ঘটানো যায়, তাহলে দিশেহারা এই অবস্থা থেকে মানুষের মুক্তি মিলবে।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply