রংপুরে খাদেম হত্যা মামলায় জেএমবি’র ৭ সদস্যের মৃত্যুদণ্ড

|

রংপুরে মাজারের খাদেম রহমত আলী হত্যা মামলায় জেএমবির আঞ্চলিক কমান্ডার মাসুদ রানাসহ ৭ জঙ্গির মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। খালাস দেয়া হয়েছে রাজীব গান্ধীসহ ৬ আসামি। চার্জশিটভুক্ত ১৩ আসামির মধ্যে ২ জন পলাতক রয়েছেন।

সকালে কঠোর নিরাপত্তার মধ্যে রংপুরের বিশেষ জজ আদালতে তোলা হয় মাজারের খাদেম রহমত আলী হত্যার আসামিদের। দুপুরে জেলার বিশেষ জজ আদালতের বিচারক নরেশ চন্দ্র সরকার জেএমবি’র আঞ্চলিক কমান্ডার মাসুদ রানাসহ ৭ জঙ্গির মৃত্যুদণ্ড দেন। তবে খালাস দেয়া হয়েছে রাজীব গান্ধীসহ ছয় আসামিকে।

রায়ের পর্যবেক্ষণে বিচারক বলেন, এটি নিঃসন্দেহে পরিকল্পিত হত্যাকাণ্ড। একটি চক্র আসামিদের ধর্মের ভুল ব্যাখা দিয়ে পথভ্রষ্ট করেছে। তবে, রায় নিয়ে পুরোপুরি সন্তুষ্ট নয় বাদীপক্ষ।

আলোচিত খাদেম হত্যা মামলায় ১৩ জনের বিরুদ্ধে সম্পূরক চার্জশিট দেয় পুলিশ। ২০১৫ সালের ১০ নভেম্বর, কাউনিয়ার টেপা মধুপুর বাজার থেকে বাড়ি ফেরার পথে কুপিয়ে হত্যা করা হয় খাদেম রহমত আলীকে।

 


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply