খালেদা জিয়ার জামিন বিষয়ে আদেশ কাল

|

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় খালেদা জিয়ার জামিন স্থগিত থাকবে কিনা সে বিষয়ে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি শেষ। আগামীকাল সোমবার আদেশ দেবেন আদালত।

সকালে, প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন চার বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চে দুদক ও রাষ্ট্রপক্ষের আপিল আবেদনের ওপর শুনানি অনুষ্ঠিত হয়। জামিনের বিরোধীতা করে যুক্ত তুলে ধরেন আইনজীবী খুরশিদ আলম খান ও রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। তারা বলেন, বিচারিক আদালত থেকে জামিন নিয়ে খালেদা জিয়া দেশের বাইরে চলে গিয়েছিলেন।

এরপর শুনানি করেন খালেদা জিয়ার আইনজীবী এ জে মোহম্মদ আলী ও খন্দকার মাহবুব হোসেন। তারা বলেন, ৫ বছরের কারাদণ্ডের মামলায় আদালত অবশ্যই জামিন দিতে পারেন, যার নজির আছে।

১৩ মার্চ আপিল বিভাগের চেম্বার জজ আদালতে খালেদা জিয়ার জামিন স্থগিত চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ দুদক। ওই দিন আপিল বিভাগের চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর জামিন আদেশ স্থগিত না করে আবেদন দুটি শুনানির জন্য আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠিয়ে দেন। হাইকোর্টের দেয়া আদেশ ১৪ মার্চ আপিল বিভাগ ১৮ মার্চ পর্যন্ত স্থগিত করেন এবং ওই সময়ের মধ্যে দুদক ও রাষ্ট্রপক্ষকে নিয়মিত আপিলের আবেদন (লিভ টু আপিল) করার নির্দেশ দেন।

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় ৮ ফেব্রুয়ারি ঢাকার বিশেষ জজ আদালত-৫-এর বিচারক ড. আক্তারুজ্জামানের আদালত খালেদা জিয়াকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দেন। রায়ের পর থেকে কারাগারে আছেন খালেদা জিয়া।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply