‘যুক্তরাজ্যে থেকে যারা হেইট স্পিচ ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে ব্রিটিশ সরকার’

|

বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট ডিকসন।

যুক্তরাজ্যে থেকে যারা হেইট স্পিচ ছড়াচ্ছে, তাদের বিষয়ে তদন্ত করা হচ্ছে। তাদের বিরুদ্ধে ব্রিটিশ সরকার আইনগত ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট ডিকসন।

বুধবার (২৭ অক্টোবর) ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন- ডিক্যাব’র আলোচনা সভায় তিনি এ কথা জানান।

ব্রিটিশ হাইকমিশনার বলেন, সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য ভোট অনুষ্ঠানে নির্বাচন কমিশন কী করে, তা আগ্রহ নিয়ে পর্যবেক্ষণ করবে যুক্তরাজ্য। নির্বাচন কীভাবে হবে সেটি বাংলাদেশের সংবিধানে আছে, বিদেশি কেউ এ বিষয়ে কথা বলতে পারে না। যুক্তরাজ্য বন্ধু হিসেবে বাংলাদেশের পাশে থাকবে বলেও জানান তিনি।

এদিকে, রোহিঙ্গা প্রত্যাবাসনে নিরাপত্তা পরিষদে ভূমিকার পাশাপাশি আসিয়ান দেশগুলোও যাতে উদ্যোগী হয় সে চেষ্টা করবে যুক্তরাজ্য বলেও জানান ব্রিটিশ হাইকমিশনার।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply