সুদানে অভ্যুত্থান: সকল ফ্লাইট স্থগিত

|

ছবি: সংগৃহীত

সুদানে অভ্যুত্থানের জেরে আগামী ৩০ অক্টোবর পর্যন্ত অন্তর্মুখী ও বহির্মুখী সকল ফ্লাইট স্থগিত করেছে দেশটির কর্তৃপক্ষ। সামরিক অভ্যুত্থানের কারণে দেশটিতে অস্থিরতা ছড়িয়ে পড়ার পর এমন সিদ্ধান্ত নেয়া হলো।

মঙ্গলবার (২৬ অক্টোবর) দেশটির বেসামরিক বিমানপরিবহন কর্তৃপক্ষ এ স্থগিতাদেশ দেয়। খবর এএফপি’র।

বেসামরিক বিমানপরিবহন কর্তৃপক্ষের মহাপরিচালক ইব্রাহিম আদলান বলেন, দেশের বর্তমান বিশৃঙ্খলাপূর্ণ পরিস্থিতির কারণে ৩০ অক্টোবর পর্যন্ত খার্তুম বিমানবন্দরে অন্তর্মুখী ও বহির্মুখী সকল ফ্লাইট স্থগিত করা হয়েছে।

[আরও পড়ুন: অভ্যুত্থানের কারণ জানালেন সুদান সেনাপ্রধান]

এদিকে, অভ্যুত্থানের প্রতিবাদে রাজধানীতে চলমান আন্দোলনে প্রাণ হারিয়েছেন কমপক্ষে ১০ জন। গুরুত্বপূর্ণ সব সড়ক-সেতু এবং দোকানপাট বন্ধ। ফোন আর ইন্টারনেট সেবাও বিঘ্নিত হচ্ছে। অভ্যুত্থানের নিন্দা জানিয়ে যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ইইউ, জাতিসংঘ এবং আফ্রিকান ইউনিয়ন গ্রেফতারকৃতদের অবিলম্বে মুক্তি দাবি করেছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply