এই শতকেই বৈশ্বিক তাপমাত্রা বাড়বে ২.৭ ডিগ্রি সেলসিয়াস: জাতিসংঘ

|

ছবি: সংগৃহীত

প্রতিশ্রুতির পরিসর বাড়ানো না গেলে এ শতকেই ২.৭ ডিগ্রি সেলসিয়াস বাড়বে বৈশ্বিক উষ্ণতা। মঙ্গলবার (২৬ অক্টোবর) বার্ষিক প্রতিবেদনে বিশ্ববাসীকে এমন সতর্কবার্তা দিয়েছে জাতিসংঘ।

৩১ অক্টোবর গ্লাসগোয় জলবায়ু সম্মেলনে বসছেন বিভিন্ন দেশের সরকার প্রধানরা। মূলত ‘কপ-টোয়েন্টি সিক্স’ সামনে রেখেই প্রতিবেদনটি প্রকাশ করলো জাতিসংঘ।

প্রতিবেদনে বলা হয়, বৈশ্বিক উষ্ণায়ন প্রাক শিল্পযুগের তুলনায় দেড় থেকে ২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখার এটাই শেষ সুযোগ। প্রতিবেদন অনুসারে, প্রাকৃতিক দুর্যোগে বিভিন্ন দেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে; এবং সময়ের সাথে ক্ষয়ক্ষতির পরিমাণ বেড়েই চলছে। এসব দুর্যোগের পেছনে মূল কারণ- গ্রিনহাউস গ্যাস নিঃসরণ।

জাতিসংঘের পরিবেশ প্রকল্প- ইউএনইপি বলছে, প্যারিস জলবায়ু চুক্তি অনুযায়ী কার্বন নিঃসরণ আগের তুলনায় সাড়ে ৭ শতাংশ কমানো সম্ভব হয়েছে। কিন্তু সেটা পৃথিবী রক্ষার জন্য যথেষ্ট নয়। এ বিষয়ক সংবাদ ব্রিফিংয়ে জাতিসংঘের মহাসচিব বলেছেন, এই প্রতিবেদন আরেকটি সর্তকতা সংকেত।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply