সাপের কামড়েই মারা গেলেন সর্প বিশারদ!

|

তিনি ছিলেন সর্প বিশারদ। আর সাপের কামড়েই কিনা মারা গেলেন! বলছি মালয়েশিয়ান সর্প বিশারদ আবু জারিন হুসাইনের কথা। পেশায় ছিলেন দমকল কর্মী। সেখান থেকেই সাপ ধরা ও সাপের সাথে বিশেষ কসরতের জন্য পান তারকা খ্যাতি।

হুসাইন ‘এশিয়া গট ট্যালেন্ট’ নামে একটি টেলিভিশন রিয়েলিটি শো’তেও অংশগ্রহণ করেছিলেন। সেখানে তিনি একটি সাপকে চুমু খাওয়ার মতো ঝুঁকিপূর্ণ কসরত করে দেখান। এরপর তার জনপ্রিয়তা বহুলাংশে বেড়ে যায়।

গত সোমবার, সাপ ধরতে গিয়ে একটি গোখরার দংশনের শিকার হন হুসাইন। সাথে সাথে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তিনি মারা যান।

৩৩ বছর বয়সী হুসাইন পাহাং প্রদেশে থাকতেন। বিভিন্ন প্রজাতির সাপ না মেরে কীভাবে ধরতে হয় তা অন্যান্য দমকল কর্মীদের শেখাতেন তিনি।

হুসাইনকে নিয়ে যেমন আগ্রহ ছিল মানুষের, তেমনি ছড়ানো হয়েছিল গুজবও। তিনি সাপকে বিয়ে করেছেন এমন খবর চাউর হয়েছিল বিভিন্ন ট্যাবলয়েড পত্রিকায়।

যমুনা অনলাইন: টিএফ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply