মাশরাফীর কথায় আগ্রহ বা উদ্বেগ নেই: বোলিং কোচ

|

ছবি: সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে হারের পর বাংলাদেশের সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা আঙুল তুলেছেন টিম ম্যানেজমেন্টের ওপর। বলেছেন, এখন টিম ম্যানেজমেন্ট দেখলে মনে হয় একটা রিহ্যাব সেন্টার, যেখানে সাউথ আফ্রিকার সব চাকরি না পাওয়া কোচেরা একসাথে আমাদের রিহ্যাব সেন্টারে চাকরি করছে। এদের বাদ দেয়া আরও বিপদ, কারণ চুক্তির পুরো টাকাটা নিয়ে চলে যাবে। তাহলে দাঁড়াল কী, তারা যতদিন থাকবে আর মন যা চাইবে, তাই করবে।

পাশাপাশি বর্তমান কোচিং স্টাফদের বাংলাদেশের কোচ হওয়ার মতো যোগ্যতা, সামর্থ্য আছে কিনা সে প্রশ্নও তুলেছেন মাশরাফী।

এ বিষয়ে জানতে চাওয়া হয় বাংলাদেশের বোলিং কোচ ওটিস গিবসনের কাছে। আগামীকালের ইংল্যান্ডের বিপক্ষের ম্যাচের আগে দলের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে এসেছিলেন তিনি।

সেখানেই সাংবাদিকদের প্রশ্নের জবাবে মাশরাফি বলেন, আমাদের জানাশোনার বাইরের কেউ কী বলছে তাতে আমার আগ্রহ বা উদ্বেগ নেই। কোচিং গ্রুপ হিসেবে আমরা এখানে কী করি তা আমরা জানি, তাই গ্রুপের বাইরের কেউ যা বলছে তাতে কিছু যায় আসে না।

[ আরও পড়ুন>>> বেকার দক্ষিণ আফ্রিকানদের রিহ্যাব যেন টিম ম্যানেজমেন্ট: মাশরাফী ]

প্রসঙ্গত, বাংলাদেশের বর্তমান কোচিং স্টাফদের সঙ্গে সাবেক অধিনায়কের সম্পর্ক মধুর নয়। গিবসন একাধিক সাক্ষাৎকারে বলেছেন, মাশরাফি আমাদের পরিকল্পনার মধ্যে নেই। মাশরাফী সবশেষ জাতীয় দলে খেলেছেন ২০২০ সালের মার্চে। অধিনায়ক হিসেবে ৫০তম জয় নিয়ে দায়িত্ব ছাড়েন। এরপর থেকেই তাকে বাতিলের খাতায় ফেলে দেয় টিম ম্যানেজমেন্ট।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply