নরসিংদীতে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ১০

|

স্টাফ রিপোর্টার, নরসিংদী:

নরসিংদীর চরাঞ্চলের আলোকবালীতে ইউপি নির্বাচনকে কেন্দ্র করে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে ৫ জন গুলিবিদ্ধসহ আহত হয়েছেন ১০ জন। আজ মঙ্গলবার (২৬ অক্টোবর) দুপুরে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ হয়ে আহতদের মধ্যে আছেন, আলোকবালীর সাতপাড়া গ্রামের মৃত সুরুজ খানের ছেলে শাহাআলম (৪৫) এবং একই গ্রামের মৃত ফজল মিয়ার ছেলে কাইয়ুম (৩০)।

এলাকাবাসী সূত্রে জানা যায়, আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রাথী ও বর্তমান চেয়ারম্যান দেলোয়ার হোসেন দীপু ও বিদ্রোহী প্রাথী ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডঃ আসাদুল্লাহর সমর্থকদের মধ্যে সাতপাড়া গ্রামে ইউপি নির্বাচনকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

দুই গ্রুপের সংঘর্ষে এ সময় ৫ জন গুলিবিদ্ধসহ ১০ জন আহত হওয়ার খবর পাওয়ার গেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত এলাকায় সংঘর্ষ চলছে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। অন্যদিকে বিকেলে জেলা নির্বাচন কর্মকর্তা মেছবাহ উদ্দীনের কাছে মনোনয়ন প্রত্যাহারের জন্য আবেদন করেছেন বলে জানিয়েছেন বিদ্রোহী প্রাথী ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডঃ আসাদুল্লাহ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply