রাঙামাটিতে ধান কাটার উৎসব

|

জুমের ফসল তুলতে ব্যস্ত রাঙামাটির কৃষক কৃষাণীরা। পাকা সোনালি ধানে ছেয়ে গেছে পাহাড়। এবার আবহাওয়া অনুকুলে থাকায় ফলনও হয়েছে ভালো। ফলে পাহাড়ে ঘরে ঘরে এখন আনন্দের বন্যা।

পাহাড়ে মূলত বাংলা আশ্বিন-কার্তিক মাসে ঘরে তোলা হয় জুমের ফসল। ব্যতিক্রম হয়নি এবারও। রাঙামাটিতে বিলাইছড়ি, জুড়াছড়ি, বাঘাইছড়ি, বরকল, কাপ্তাই, এবং রাজস্থলীতে জুমের ফসলের সাথে উফশী ধানের ফলনও হয়েছে ভালো। ফলে ঘরে ঘরে এবার ফসল তোলার আনন্দ।

রাঙামাটি কৃষি সম্প্রসারণ বিভাগের উপ পরিচালক কৃষ্ণপ্রসাদ মল্লিকের দাবি দাবি, কৃষকরা বৈজ্ঞানিক পদ্ধতি অবলম্বন ও উফশী জাতের চাষ করলে ফলন আরও ভালো হবে।

জুম চাষীরা তাকিয়ে থাকেন বছরের এই সময়টার দিকে। সম্ভাবনাময় উৎপাদন বাড়াতে জুম চাষ পদ্ধতি আধুনিকায়ন ও ব্যাংক ঋণ সহায়তা চান ক্ষুদ্র নৃ গোষ্ঠীর সদস্যরা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply