ভুল করে বিমানে কুকুর, ঘুরিয়ে নেয়া হল ফ্লাইট

|

কুকুর নিয়ে মহা ঝক্কিতে আছে ইউনাইটেড এয়ারলান্স। গত সপ্তাহের মধ্যে তিনটি কুকুরকে কেন্দ্র করে ঘটলো তিন ধরনের ঘটনা। একটিতে মামলা পর্যন্ত গড়িয়েছে।

সর্বশেষ ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার। যুক্তরাষ্ট্রে সেইন্ট লুইস থেকে ছাড়া এক ফ্লাইটে ভুল করে ওঠে পড়ে একটি কুকুর। কোনো যাত্রীর সাথে ছিল না সে। এমনিতেই উঠে পড়েছে।

বিমান আকাশে ওড়ার পর ক্রুরা টের পান ভুল করে কারো কুকুর নিয়ে চলে যাচ্ছেন তারা। সাথে সাথে বিমান ঘুরানো হলো পাশের একটি বিমানবন্দরের দিকে। ওহিও রাজ্যের আকরন বন্দরে তাকে নামিয়ে দিয়ে এরপরই রক্ষা। এবিসি টেলিভিশন জানিয়েছে, শেষ পর্যন্ত মালিকের কাছে পৌঁছে দেয়া হয়েছে কুকুরটিকে।

এর দু’দিন আগে একই এয়ারলাইন্সের অন্য এক ফ্লাইটে কুকুরছানাকে বক্সে ঢুকিয়ে রাখার কারণে মারা যায় সেটি। এরপর সেই ঘটনা আদালত পর্যন্ত গড়িয়েছে। প্রাণিদের নিরপত্তা নিশ্চিতে প্রতিষ্ঠানটির কোনো গাফিলতি আছে কিনা খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন বিচারক। তারও দুইদিন আগে যুক্তরাষ্ট্রে পৌঁছে দেয়ার কথা ছিলো একটি কুকুরকে। কিন্তু ইউনাইটেড কর্তৃপক্ষ তাকে পাঠিয়ে দেয় জাপানে!


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply