মোদির আমলে ভারত ছেড়েছেন ৩৫ হাজার উদ্যোক্তা: অমিত মিত্র

|

পশ্চিমবঙ্গের অর্থমন্ত্রী ড. অমিত মিত্র।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শাসনামলে ভারতের অন্তত ৩৫ হাজার উদ্যোক্তা দেশ ছেড়েছেন বলে অভিযোগ করেছেন পশ্চিমবঙ্গের অর্থমন্ত্রী অমিত মিত্র। সম্প্রতি এক টুইটার পোস্টে এ অভিযোগ করেন তিনি। খবর টাইমস অফ ইন্ডিয়া’র।

তিনটি প্রতিবেদনের রেফারেন্স দিয়ে অমিত মিত্র বলেন, উদ্যোক্তাদের অনাবাসী হওয়ার তালিকায় এখন সবার শীর্ষে ভারত। গত ৭ বছরে এত উদ্যোক্তা কেন দেশ ছাড়লো তার কারণ দর্শানো উচিত প্রধানমন্ত্রীর।

অমিত মিত্রের সেই টুইট।

উল্লেখ্য, ২০১৪-১৮ এই চার বছরে ভারত ছেড়ে বিদেশে পাড়ি দেয়া উদ্যোক্তার সংখ্যা ছিল ২৩ হাজার, ২০১৯ এ সংখ্যাটি ছিলো ৭ হাজার। আর ২০২০ সালে আরও ৫ হাজার ভারতীয় উদ্যোক্তা দেশ ছেড়েছেন। এ পরিসংখ্যান দিয়ে অমিত মিত্র প্রশ্ন রেখেছেন, এসব ঘটেছে কিসের আতঙ্কে?

সম্প্রতি, ভারতে ব্যাপক জনপ্রিয় ক্যাফে কফি ডে’র সিইও এর আত্মহত্যার পর ভারতের আয়কর বিভাগের বিরুদ্ধে আঙ্গুল তুলেছেন অনেকেই। তবে এক্ষেত্রে হেনস্তার অভিযোগ অস্বীকার করে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন ভারতের বর্তমান অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ।

এদিকে মোদি বিরোধীদের অভিযোগ, কর বিভাগে ব্যবসায়ীরা হেনস্তার শিকার হচ্ছেন। বিভিন্ন কেন্দ্রীয় সংস্থার লোকজন বিভিন্নভাবে চাপ প্রয়োগও করছে। এতে দেশব্যাপী এক ধরনের ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। দলে ব্যবসায়ীরা হয়ে দেশ ছাড়তে বাধ্য হচ্ছেন।

তবে এসব অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে ক্ষমতাসীন বিজেপি সরকার।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply