ঝিনাইদহে ডাকাতির মামলায় জামাই-শ্বশুর গ্রেফতার

|

ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহের কোটচাঁদপুর পৌর এলাকার জাবড়েখেত পুলিশ চেকপোস্টের কাছে ডাকাতির ঘটনায় জামাই ও শ্বশুরকে গ্রেফতার করেছে পুলিশ।

রবিবার (২৪ অক্টোবর) রাতে কোটচাঁদপুর উপজেলার বলরামপুর গ্রামের আমির মন্ডল (৫০) ও কালিগঞ্জ উপজেলার কালোখালি গ্রামের আব্দুর রহমান (৪৫) কে গ্রেফতার করে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে মামলার তদন্তকারী কর্মকর্তা ওসি (তদন্ত) ইন্সপেক্টর ইমরান আলম জানান, ডাকাতিকালে ছিনিয়ে নেওয়া ভুক্তভোগীর ১টি মোবাইলের লোকেশন সর্ম্পকে নিশ্চিত হয়ে রবিবার রাতে বলরামপুর গ্রাম থেকে আমির আলী মন্ডলকে গ্রেফতার করা হয়। পরে তার কথপোকথনের সূত্র ধরে কালিগঞ্জ উপজেলার কালোখালি গ্রাম থেকে ডাকাতি হওয়া মোবাইল ফোনটি উদ্ধার করা হয়। এসময় আমির আলীর জামাই ওই গ্রামের আব্দুর রহমানকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে ডাকাতির ঘটনায় শ্বশুর আমির আলীর সম্পৃক্ত থাকার বিষয়ে নিশ্চিত হলে এ মামলায় আসামি করে সোমবার দুপুরে তাদেরকে আদালতে পাঠানো হয়।

গত ৪ অক্টোবর কোটচাঁদপুর পৌর শহরের চৌগাছা সড়কের পুলিশ চেকপোস্টের কাছে সংঘবদ্ধ ডাকাতি সংঘটিত হয়। ডাকাতরা সেই রাতে একটি ১৬০ সিসি আ্যাপাসি মোটরসাইকেল, ৪ টি মোবাইল ফোন ও নগদ অর্থ ছিনিয়ে নেয়। এসময় ডাকাতদের লাঠির আঘাতে মোটরসাইকেল আরোহী রাসেল (২৮) আহত হন। পরে ভুক্তভোগী বাদী হয়ে অজ্ঞাত আসামি করে কোটচাঁদপুর থানায় ডাকাতি মামলা দায়ের করেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply