আচরণবিধি ভাঙায় লিটন দাসের জরিমানা

|

লিটন ও লাহিরুর উত্তপ্ত বাক্যবিনিময় থামাতে খেলোয়াড়দের হস্তক্ষেপ। ছবি: সংগৃহীত

আইসিসির আচরণবিধি ভঙ্গ করায় লিটন দাস এবং লাহিরু কুমারাকে যথাক্রমে ম্যাচ ফির ১৫ এবং ২৫ শতাংশ জরিমানা করা হয়েছে। গতকাল শারজায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার ম্যাচে আক্রমণাত্মক অঙ্গভঙ্গি প্রদর্শন করায় শাস্তি পেলে হলো এ দুই ক্রিকেটারকে।

লাহিরু কুমারার বলে আউট হন লিটন দাস। এরপর লিটনের দিকে আক্রমণাত্মক ভঙ্গিতে তেড়ে যান এই লঙ্কান পেসার। লিটনও ছেড়ে দেননি। ফলশ্রুতিতে শুরু হয় উত্তপ্ত বাক্য বিনিময়। এক পর্যায়ে হাতাহাতির দিকে চলে যাওয়ার উপক্রম হয় ঘটনার। অন্যান্য খেলোয়াড় এবং আম্পায়ারদের হস্তক্ষেপে তখন মিটে যায় লিটন-লাহিরুর ঝগড়া।

লিটন ও লাহিরুর উত্তপ্ত বাক্যবিনিময়। ছবি: সংগৃহীত

খেলোয়াড় এবং খেলা সংশ্লিষ্ট কর্মকর্তাদের জন্য আইসিসির আচরণবিধির লেভেল-১ ভঙ্গ করায় জরিমানা করা হয়েছে এই দুই ক্রিকেটারকে। কুমারাকে ম্যাচ ফির ২৫ এবং লিটন দাসকে ১৫ শতাংশ জরিমানা করা হয়। এছাড়া দুইজনেই পেয়েছেন ১টি করে ডিমেরিট পয়েন্ট, বিবৃতিতে জানিয়েছে আম্পায়ার প্যানেল।

লিটন ও লাহিরু দুজনেই এর দায় স্বীকারের সাথে গ্রহণ করে নিয়েছেন শাস্তি। এজন্যই আনুষ্ঠানিক কোনো হেয়ারিংয়ের মুখোমুখি হতে হচ্ছে না তাদেরকে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply