শাহজালাল বিশ্ববিদ্যালয়ের হল খুলছে আজ

|

আজ শিক্ষার্থীদের জন্য হল খুলে দিচ্ছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সাস্ট। হল খোলার আগেই গত ১৭ অক্টোবর শিক্ষার্থীদের করোনার টিকা দেয়া শুরু করেছে বিশ্ববিদ্যালয়টি। গত ৫ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের ১৬৭তম অ্যাকাডেমিক কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত হয়েছে।

আজ হলে প্রবেশ করতে পারবেন স্নাতকোত্তর শ্রেণির শিক্ষার্থীরা। এরপর কাল ২৬ অক্টোবর থেকে স্নাতক চতুর্থ বর্ষ, ২৭ অক্টোবর তৃতীয় বর্ষ, ২৮ অক্টোবর দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী এবং ক্রমে অন্যান্য বর্ষের শিক্ষার্থীরা হলে উঠতে পারবেন। তবে সাবেক ও অছাত্র কাউকে হলে না তোলার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয়টি। আগামী নভেম্বরের প্রথম সপ্তাহ সাস্টে পুরোদমে শুরু হবে পাঠদান কার্যক্রম।

এর আগে ১৬ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে শিক্ষার্থীদের টিকা দেয়ার কার্যক্রম শুরু হয়। হল খোলার আগে শিক্ষার্থীদের অন্তত এক ডোজ করোনার টিকা দেয়া নিশ্চিত করতে চেয়েছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply