২৬০ হুতি বিদ্রোহীকে হত্যার দাবি সৌদির

|

ইয়েমেনের মারিব এলাকায় ২৬০ জনের বেশি হুতি বিদ্রোহীকে হত্যা করা হয়েছে। এই দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন জোট।

রোববার (২৪ অক্টোবর) সৌদি রাষ্ট্রীয় সংবাদ সংস্থা দাবি করে, ৭২ ঘণ্টার বিমান অভিযানে ধ্বংস হয়েছে ৩৬টি যানবাহন। এই অভিযানে প্রাণ হারিয়েছে কমপক্ষে ২৬২ হুতি বিদ্রোহী। মূলত আল-জাওয়াবা এবং আল-কাসারা এলাকায় চালানো হয় এই সাঁড়াশি অভিযান। চলতি মাসে প্রায় প্রতিদিনই হুতিদের শক্ত ঘাঁটি মারিবে হামলা চালাচ্ছে সৌদি জোট। গত সপ্তাহেও ১৬০ বিদ্রোহীকে হত্যার দাবি করে রিয়াদ।

তবে বরাবরই ক্ষয়ক্ষতির ব্যাপারে নিশ্চুপ থাকে হুতি গেরিলারা। সে কারণে সংখ্যাগুলোর সত্যতা যাচাইয়ের সুযোগ কম। ২০১৫ সাল থেকে হুতি বিদ্রোহীদের নির্মূলে ইয়েমেনে কাজ করছে সৌদি নেতৃত্বাধীন জোট। অভিযানে প্রাণ হারিয়েছেন ১০ হাজারের বেশি, আর বাস্তুহারা হয়েছে লাখ-লাখ মানুষ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply