মেসি-রোনালদোহীন এল ক্লাসিকোতে রিয়ালের কাছে ধরাশয়ী বার্সা

|

ছবি: সংগৃহীত

স্প্যানিশ লা লিগায় মেসিবিহীন বার্সেলোনাকে ২-১ গোলে হারালো রিয়াল মাদ্রিদ। এ জয়ে লা লিগার পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে গেলো কার্লো আনচেলত্তির দল।

ম্যাচে ৪-৩-৩ ফরমেশনে খেলতে নামে বার্সেলোনা। একই ফরমেশনে নামে রিয়াল মাদ্রিদও। বল দখলে এগিয়ে থাকলেও রিয়ালের ওপর আধিপত্য দেখাতে পারেনি রোনাল্ড কোম্যানের দল। ম্যাড়ম্যাড়েভাবে শুরু হওয়া ম্যাচে প্রথম উত্তেজনা আসে ২১ মিনিটে। ভিনিসিয়াস বক্সে পড়ে গেলে পেনাল্টির আবেদন জানায় তারা। তাতে অবশ্য রেফারি কর্ণপাত করেননি। ম্যাচের ৩৩ মিনিটে প্রথম গোলের দেখা পায় রিয়াল। রিয়ালের বক্সে থাকা বল দারুণ এক কাউন্টার অ্যাটাকে বার্সার বক্সে নেওয়ার পর রদ্রিগোর পাসে দুর্দান্ত এক গোল করেন আলাবা। প্রথমার্ধে আর কোনো গোল না হলে ১-০’তে এগিয়ে থেকে বিরতিতে যায় লস ব্লাঙ্কোসরা।

বিরতির পরও খেলা চলতে থাকে ঢিমেতালে। খেলায় নাটকীয়তা আসে ম্যাচের শেষ মুহূর্তে যোগ করা সময়ে। ম্যাচের ৯৪ মিনিটে ভাজকুয়েজ গোল দিলে ২-০ তে এগিয়ে যায় কার্লো আনচেলত্তির শিষ্যরা। এরপর ৯৮ মিনিটে সার্জিও আগুয়েরো বার্সার জার্সিতে নিজের প্রথম গোলের দেখা পেলে ২-১ গোলের পরাজয় নিয়ে মাঠ ছাড়ে বার্সেলোনা।

এই জয়ে ৯ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান রিয়াল মাদ্রিদের। সমান ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে তালিকার ৮ নম্বরে অবস্থান বার্সেলোনার।

লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো বার্সোলোনা ও রিয়াল মাদ্রিদ থেকে বিদায়ের পর অনেকটাই রং হারিয়েছে দল দুইটির মধ্যকার ম্যাচ হিসেবে পরিচিত এল ক্ল্যাসিকো। তারপরও রিয়াল-বার্সার ম্যাচ মানেই দর্শকদের কাছে অন্যরকম উত্তেজনা। আন্তর্জাতিক ফুটবলে ব্রাজিল ও আর্জেন্টিনা প্রশ্নে যেমন ভাগ হয়ে যায় গোটা ফুটবল বিশ্ব। তেমনি ক্লাব ফুটবলে দল দুটি মুখোমুখি হলেও এমন বিভাজন দেখা যায়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply