ক্যাচ মিসের মহড়ায় ম্যাচ মিসের উপক্রম

|

ছবি: সংগৃহীত

বাংলাদেশ ও শ্রীলঙ্কার ম্যাচের রঙ পরিবর্তিত হচ্ছে প্রতি ওভারেই। সাকিব আল হাসানের জোরা উইকেটের ওভারের পর রানের গতিতে লাগাম টানা সম্ভব হয়েছিল। সেই ধারা অব্যাহত রাখেন মাহমুদউল্লাহও। কিন্তু পার্ট টাইমার আফিফের ওভারে ভেঙে গেল সেই বাঁধ। এরপর লিটন দাসের জোড়া ক্যাচ মিসে নাগালের বাইরে চলে যাচ্ছে ম্যাচ।

আফিফের ওভারেই লিটন করলেন ক্যাচ মিস। তাতে চারও করতে হলো হজম। আসালাঙ্কাও পেয়ে গেলেন তার ফিফটি। মুশফিকুর রহিমের মতো ৩২ বলেই হাফ সেঞ্চুরি পেয়ে গেছেন আসালাঙ্কা। পঞ্চাশ পেরোনোর পর আরও আক্রমণাত্মক ব্যাট করছেন এই বাঁহাতি। মাহমুদউল্লাহ রিয়াদের ওভারে দুটি ওভার বাউন্ডারি হাঁকিয়ে শ্রীলঙ্কার কাজ অপেক্ষাকৃত সহজ করে ফেলেছেন এই মারকুটে ব্যাটার।

শেষ খবর পাওয়া পর্যন্ত শ্রীলঙ্কার রান ১৫.৩ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৪২ রান। জয়ের জন্য এখনও লঙ্কানদের দরকার ২৭ বলে ৩০ রান।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply