আবরার হত্যার ২৫ আসামির মৃত্যুদণ্ড চাইলেন রাষ্ট্রপক্ষের আইনজীবী

|

ছবি: সংগৃহীত।

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলায় ২৫ আসামির সবোর্চ্চ শাস্তির প্রত্যাশা করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী ও এ মামলার চিফ প্রসিকিউটর মোশাররফ হোসেন কাজল।

রোববার (২৪ অক্টোবর) ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামানের আদালতে যুক্তি উপস্থাপন শেষে আসামিদের মৃত্যুদণ্ডের প্রত্যাশা ব্যক্ত করেন বিচারকের কাছে। এদিন বাদীপক্ষের আইনজীবী আব্দুস সোবহান তরফদার ও তারপর আসামি পক্ষের আইনজীবীরা যুক্তি উপস্থাপন শুরু করবেন।

এ নিয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী মোশাররফ হোসেন কাজল যমুনা টেলিভিশনকে বলেন, আসামিদের সর্বোচ্চ শাস্তির প্রত্যাশা করছি। তারা প্রত্যেকে অপরাধী।

উল্লেখ্য, ভারতের সাথে বাংলাদেশের বিভিন্ন চুক্তির সমালোচনা করে ফেসবুকে স্ট্যাটাস দেয়ায় বুয়েট শিক্ষার্থী ফাহাদকে ২০১৯ সালের ৬ অক্টোবর রাতে ডেকে নেন বুয়েট শাখা ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী। এরপর রাত ৩টার দিকে শেরেবাংলা হলের সিঁড়ির করিডোর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply