প্রথমেই নাসুমের আঘাত; লঙ্কানদের পাল্টা আক্রমণ

|

চারিথ আসালাঙ্কার বাউন্ডারি ছবি: সংগৃহীত

বাংলাদেশের দেয়া ১৭২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই মারকুটে ওপেনার কুশল পেরেরাকে হারিয়েছে শ্রীলঙ্কা। নাসুম আহমেদ দলে ফিরেই দলকে এনে দিয়েছেন প্রয়োজনীয় ব্রেক থ্রু। তবে পাল্টা আক্রমণ শানাচ্ছেন চারিথ আসালাঙ্কা।

শারজার স্লো এবং নিচু হয়ে আসা ট্র্যাকে পেসার তাসকিনের জায়গায় প্রথমবারের মতো দলে এসেছেন নাসুম আহমেদ। কুসঘল পেরেরাকে প্রথম ওভারেই বোল্ড করে দিয়ে প্রমাণও করেছেন অন্তর্ভুক্তির যথার্থতা। তবে তিনে নামা চারিথ আসালাঙ্কা চড়াও হয়েছেন মেহেদি হাসান ও নাসুম আহমেদের উপর। তার সাথে যোগ দিয়েছেন পাথুম নিশাঙ্কাও। এই দুজনের মারকুটে ব্যাটিংয়ে পাওয়ার প্লে ভালোভাবেই কাজে লাগিয়েছে শ্রীলঙ্কা। ৭ ওভারে ৬২ রান তুলেছে তারা।

জয়ের জন্য শ্রীলঙ্কার এখনও দরকার ৭৮ বলে ১০৫ রান। আর বাংলাদেশের দরকার মোস্তাফিজের মায়াবী কাটার।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply