ইনিংসে ছন্দপতন ঘটিয়ে বোল্ড সাকিব

|

লিটন ও সাকিব ফিরে গেলেও আস্থার সাথে ব্যাট করছেন নাইম। ছবি: সংগৃহীত

নেমেই দুটি চারে ইনিংস শুরু করেছিলেন সাকিব আল হাসান। কিন্তু করুনারত্নেকে ক্রস ব্যাটে খেলতে গিয়ে বিপদ ডেকে আনলেন এই চ্যাম্পিয়ন অলরাউন্ডার। টাইগারদের ইনিংসে ছন্দপতন ঘটিয়ে ১০ রানেই আউট হয়ে গেছেন তিনি।

এর আগে দুই ওপেনার মোহাম্মদ নাইম ও লিটন দাসের ব্যাটে দারুণ সূচনা পেয়েছিল বাংলাদেশ। চামিকা ও বিনুরার প্রথম ওভার দুটি দেখেশুনেই লেখেন লিটন-নাইমরা। এরপর প্রথম পরিবর্তিত বোলার হিসেবে আসেন দুশ্মন্ত চামিরা। আর এই পেসারের উপরেই খড়গহস্ত হন নাইম। দুটি নো বলে প্রাপ্ত ফ্রি হিট থেকেও আসে রান। তারপর ছন্দে চলে আসেন লিটন দাসও। নাইমের সাথে এই স্টাইলিশ ব্যাটারও খেলেছেন বলের মেরিট বিচার করে। তবে লাহিরু কুমারাকে উড়িয়ে মারতে গিয়ে মিড অফে শানাকার হাতে ধরা পড়েন লিটন।

এখন ক্রিজে এসেছেন মুশফিকুর রহিম।  লঙ্কানদের সামনে পেয়ে রানে ফেরার সুযোগ হাতছাড়া করতে চাইবেন না মিস্টার ডিপেন্ডেবল; ১৪৮ স্ট্রাইক রেটে ২৩৯ রানই বলে দেয় লঙ্কানরা তার প্রিয় প্রতিপক্ষ। প্রতিবেদনটি লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৮ ওভারে ২ উইকেট হারিয়ে ৫৯ রান। নাইম ব্যাট করছেন ২৭ বলে ৩০ রান নিয়ে। 


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply