পায়রা সেতু উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

|

পটুয়াখালীতে বহুল প্রতীক্ষিত পায়রা সেতুর উদ্বোধন হচ্ছে আজ। গণভবন থেকে ভার্চুয়ালি উদ্বোধনী অনুষ্ঠানে যুক্ত হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

লেবুখালী নদীতে নির্মিত হয়েছে দৃষ্টিনন্দন পায়রা সেতু। ফোরলেন বিশিষ্ট সেতুটির দৈর্ঘ্য ১ হাজার ৪৭০ মিটার। প্রস্থে ১৯ দশমিক সাত ছয় মিটার, রয়েছে ৩১টি পিয়ার ও দুটি অ্যাবাটমেন্ট। নদীর দুই প্রান্তে আছে মোট ১ হাজার ২৬৮ মিটার এপ্রোচ সড়ক, টোলপ্লাজা ও প্রশাসনিক ভবন।

সেতুটি নির্মাণে ব্যয় হয়েছে ১ হাজার চারশ ৪৭ কোটি টাকা। সেতু উদ্বোধন ঘিরে স্থানীয়দের মাঝে বইছে উচ্ছ্বাস। তারা বলছেন, পায়রার পাশাপাশি পদ্মাসেতু চালু হলে নবদিগন্তের সূচনা হবে সড়ক যোগাযোগে। বদলে যাবে এই অঞ্চলের আর্থসামাজিক অবস্থাও।

২০১৩ সালের ১৯ মার্চ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন করা হয়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply