কলম্বিয়ার কুখ্যাত মাদকসম্রাট ‘গালফ ক্ল্যান’-এর প্রধান গ্রেফতার

|

ছবি: সংগৃহীত

কলম্বিয়ার কুখ্যাত মাদকসম্রাট ও সবচেয়ে বড় অপরাধী চক্রের প্রধান দারিও অ্যান্টোনিওকে গ্রেফতার করা হয়েছে। সেনাবাহিনী, বিমানবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে আটক করা হয় অটোনিয়েল হিসেবে পরিচিত এই মোস্ট ওয়ান্টেড অপরাধীকে।

পানামা সীমান্তবর্তী অ্যান্টিওকুইয়া প্রদেশের প্রত্যন্ত এলাকায় লুকিয়ে আছেন খবর পেয়ে অভিযান চালায় যৌথ বাহিনী। এতে এক পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। অটোনিয়েলের গ্রেফতারকে একশ’ বছরের মধ্যে মাদক পাচার বিরোধী অভিযানের সবচেয়ে বড় সাফল্য বলে আখ্যা দিয়েছেন প্রেসিডেন্ট ইভান দুক।

কুখ্যাত এই মাদকসম্রাটকে আটকে গত কয়েক বছরে একাধিক অভিযান পরিচালনা করে নিরাপত্তা বাহিনী। তার খবর জানানোর জন্য ৮ লাখ ডলার পুরষ্কার ঘোষণা করেছিল কলম্বিয়া সরকার। মাথার মূল্য হিসেবে ৫০ লাখ ডলার পুরষ্কার ঘোষণা করেছিল যুক্তরাষ্ট্র। ১০ বছর আগে পুলিশের অভিযানে ভাইয়ের মৃত্যুর পর দোর্দন্ড প্রতাপশালী ‘গালফ ক্ল্যান’ চক্রের প্রধান হন অটেনিয়েল।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply