উইন্ডিজের ব্যাটিং ভরাডুবি

|

উইন্ডিজের ভয়ঙ্কর ব্যাটিং লাইন আপকে সুযোগই দিচ্ছে না ইংলিশ বোলাররা। ছবি: সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ ওয়ানের ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে কাইরন পোলার্ডের ওয়েস্ট ইন্ডিজ। পাওয়ার প্লের সুযোগ তো নিতে পারেইনি, উল্টো হারিয়েছে ৬ উইকেট!

স্কোয়াডের প্রধান স্পিনার আদিল রশিদ বোলিংয়েই আসেননি এখনও। মইন আলি করেছেন বোলিং আক্রমণের সূচনা; আর তুলে নিয়েছেন লেন্ডল সিমন্স ও শিমরন হেটমায়ারের দুটি গুরুত্বপূর্ণ উইকেট। ইউনিভার্স বস ক্রিস গেইলও পারেননি নিজের নামের প্রতি সুবিচার করতে। ১৩ বলে ১৩ রান করেই বাঁহাতি পেসার টাইম্যাল মিলসের বলে ডেভিড মালানের হাতে ক্যাচ দিয়ে ফেরেন গেইল। অবশ্য তার আগেই আউট হয়ে গেছেন আরেক ওপেনার এভিন লুইস। ক্রিস ওকসের বলে মইন আলিকে ক্যাচ দিয়েছেন এই মারকুটে ওপেনার। ব্যাটিং অর্ডারে প্রমোশন পেয়েও তা কাজে লাগাতে পারেননি ডোয়াইন ব্রাভো। জর্ডানের বলে ৫ রান করেই ফিরে গেছেন প্যাভিলিয়নে। আর দলের বিপদ আরও বাড়িয়ে ৯ বলে মাত্র ১ রান করে মিলসের বলে আউট হয়েছেন নিকোলাস পুরান।

ওকস, মিলস ও জর্ডান নিয়েছেন একটি করে উইকেট। আর মইন আলি ঝুলিতে পুরেছেন ২ উইকেট। প্রতিবেদনটি লেখার সময় উইন্ডিজের সংগ্রহ ৯ ওভারে ৬ উইকেট হারিয়ে ৪২ রান।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply