চীনে শিক্ষার্থীদের বাড়ির কাজের চাপ কমাতে আইন পাস

|

ছবি: সংগৃহীত

চীনের নতুন শিক্ষা আইনে শিক্ষার্থীদের ওপর পড়াশোনার চাপ কমানোর উদ্যোগ নেয়া হয়েছে। সদ্য পাস হওয়া আইনে শিক্ষার্থীদের বাড়ির কাজের যে দ্বিগুণ চাপ, তা কমানোর কথা বলা হয়েছে। পাশাপাশি স্কুলের পর বাড়তি টিউশনের চাপও কমানোর কথা বলা হয়েছে। খবর বিবিসির।

তরুণ সমাজকে অনলাইন গেম আসক্তি এবং ইন্টারনেট ভিত্তিক সেলেব্রিটিদের প্রতি অন্ধভক্তি কমাতে এ বছর চীন সরকার বেশ কিছু উদ্যোগ নিয়েছে।

নতুন শিক্ষা আইনে, বাবা-মা’কে আদেশ দেয়া হয়েছে যেন তাদের সন্তানেরা বিশ্রামের জন্য যথাযথ সময় পায় এবং শরীরচর্চা করে সেদিকে খেয়াল রাখে। একই সঙ্গে ইন্টারনেট আসক্তি কমানোর ব্যবস্থা নিতেও বলা হয়েছে।

সম্প্রতি শিশুদের অনলাইন গেম খেলার সময়সীমা নির্ধারণ করে দিয়েছে চীনের শিক্ষা মন্ত্রণালয়। এর আগে চলতি বছরের আগস্টে চীনে ৬ ও ৭ বছর বয়সী শিক্ষার্থীদের জন্য পরীক্ষা বাতিল করে দেয়া হয়। ওই সময় দেশটির কর্তৃপক্ষ শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক ক্ষতির বিষয়টি তুলে ধরেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply