নরসিংদীতে পৌরমেয়রের বিরুদ্ধে মামলার প্রতিবাদে কাউন্সিলরদের সংবাদ সম্মেলন

|

সংবাদ সম্মেলনে কাউন্সিলররা।

স্টাফ রিপোর্টার:

নরসিংদীর মাধবদীতে পৌরমেয়র মোশাররফ হোসেন প্রধান (মানিক) এর বিরুদ্ধে মামলার প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন কাউন্সিলররা।

আজ শনিবার (২৩ অক্টোবর) দুপুরে মাধবদী পৌরসভা মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ প্রতিবাদ জানানো হয়।

প্যানেল মেয়র মো. শেখ ফরিদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে বক্তারা জানান, গত ১৬ জুন রাত ৮ টার দিকে মাধবদী পৌরসভা মোড়ে আওয়ামী লীগের একপক্ষের হামলায় অপর পক্ষের ২ জন গুলিবিদ্ধ হন। ঘটনার ৩৪ ঘণ্টা পর দুপক্ষই মাধবদী থানায় পাল্টাপাল্টি মামলা করেন।

একটি মামলায় পৌরসভার মেয়র মোশাররফ হোসেন (মানিক) কে প্রধান আসামি করে ১১ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা আরও ৪০ জনকে আসামি করা হয়। 

সংবাদ সম্মেলনে বক্তারা আরও বলেন, মাধবদী থানায় করা একটি মামলায় পৌরমেয়র মো. মোশাররফ হোসেন (মানিক) কে প্রধান আসামি করা হয়। মামলাটি ছিল মিথ্যা, বানোয়াট ও ষড়যন্ত্রমূলক। মেয়রের সম্মানহানি ও তাকে বিতর্কিত করতেই এ মামলা দায়ের করা হয়েছে। অথচ এ ঘটনার সাথে পৌর মেয়রের কোন সম্পর্কই ছিল না। ঘটনার সময় পৌরমেয়র পৌরভবনে তার অফিস কক্ষে অবস্থান করছিলেন।

সংবাদ সম্মেলনে অবিলম্বে এ মিথ্যা মামলা থেকে মেয়র মোশাররফ হোসেন (মানিক) এর অব্যাহতি চান কাউন্সিলররা। 

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply