যৎসামান্য পুঁজি নিয়ে অজিদের আটকাতে হবে প্রোটিয়াদের

|

ছবি: সংগৃহীত

শেষদিকে কাগিসো রাবাদার ২৩ বলে ২০ রানের ইনিংসের উপর ভর করে অস্ট্রেলিয়াকে ১১৯ রানের টার্গেট দিয়েছে দক্ষিণ আফ্রিকা। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে মাত্র ১১৮ রান তুলতে পেরেছে টেম্বা বাভুমার দক্ষিণ আফ্রিকা।

শুরুটা ভাল হয়নি প্রোটিয়াদের। মিচেল স্টার্কের করা প্রথম ওভারের কাভার ড্রাইভে দুটি দৃষ্টিনন্দন বাউন্ডারি হাঁকিয়ে ভালো সূচনার ইঙ্গিত দিলেও পরের ওভারেই গ্লেন ম্যাক্সওয়েলের স্ট্যাম্প টু স্ট্যাম্প ডেলিভারিতে বিভ্রান্ত হয়ে বোল্ড হয়েছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। ওয়ান ডাউন ব্যাটার র‍্যাসি ভ্যান ডার ডুসেনকে উইকেটের পেছনে ম্যাথু ওয়েডের হাতে ক্যাচ বানিয়েছেন প্রথমবারের মতো আক্রমণে আসা অজি পেসার জশ হ্যাজলউড। এই দীর্ঘদেহী পেসার পরের ওভারে এসেও প্রথম বলেই ফিরিয়ে দিয়েছেন কুইন্টন ডি কককে। আউট হওয়ার ধরনে অবশ্য নিজেকে দুর্ভাগা ভাবতেই পারেন প্রোটিয়া উইকেটরক্ষক ব্যাটার। ব্যাক অব লেংথের বলটিকে স্কুপ করতে গিয়ে টাইমিংয়ের গড়বড় করে ফেলেন তিনি। বল থাইপ্যাডে লেগে উপরে উঠে যায় এবং ড্রপ করে গিয়ে আঘাত করে স্ট্যাম্পে। প্লেইড অন হয়ে ফিরে গেছেন ডি কক।

এইডেন মার্করামকে নিয়ে ডেভিড মিলার যখন পাল্টা আক্রমণের ইঙ্গিত দিচ্ছেন, তখনই গুগলিতে এলবিডব্লিয়ের ফাঁদে ফেলেছেন মিলারকে। অলরাউন্ডার ডোয়াইন প্রিটোরিয়াসকেও ম্যাথু ওয়েডের ক্যাচ বানিয়েছেন জাম্পা। তবে এতোকিছুর মধ্যে কেশব মহারাজ যেভাবে রান আউট হয়েছেন, তাতে মনে হতেই পারে, বিশ্বকাপের প্রথম দিনটি বিব্রতকর অভিজ্ঞতাই উপহার দিতে যাচ্ছে বাভুমা বাহিনীকে। ইনিংস সর্বোচ্চ ৩৬ বলে ৪০ রান করেছেন এইডেন মার্করাম।

শেষে অবশ্য রাবাদা কিছুটা লড়াই করেছিলেন বলেই দলীয় রান একশোর ঘর অতিক্রম করেছে দক্ষিণ আফ্রিকার। তবে এই যৎসামান্য পুঁজি নিয়ে কীভাবে অজিদের আটকাবেন রাবাদা, নকিয়ারা; সেটাই এখন দেখার বিষয়। তবে স্পিনে অস্ট্রেলিয়ার দুর্বলতার কারণে তাবরিজ শামসি আর কেশব মহারাজার দিকে তাকিয়ে থাকবে দক্ষিণ আফ্রিকা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply