সেন্ট মার্টিনে ৩২০০০ পিস ইয়াবাসহ আটক ১

|

ছবি: সংগৃহীত

কক্সবাজারের সেন্ট মার্টিনে অভিযান চালিয়ে ৩২০০০ পিস ইয়াবা জব্দ করেছে কোস্টগার্ড। এ ঘটনায় আটক করা হয়েছে একজনকে।

শুক্রবার ( ২২ অক্টোবর) গভীর রাতে টেকনাফ থানার সেন্ট মার্টিনের দক্ষিণপাড়া ঘাট সংলগ্ন এলাকায় এ অভিযান চালায় কোস্টগার্ড।

বাংলাদেশ কোস্ট গার্ডের গোয়েন্দা পরিদপ্তরের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় সমুদ্রপথে সেন্টমার্টিন হতে টেকনাফের উদ্দেশে ইয়াবা পাচার হবে। খবরটি পেয়ে স্টেশন কমান্ডার লেঃ এম তারেক আহমেদের নেতৃত্বে উক্ত এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন রাত আনুমানিক ১টায় সেন্টমার্টিনের দক্ষিণপাড়া ঘাট সংলগ্ন এলাকায় এক ব্যক্তির গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্টগার্ড সদস্যরা তাকে একটি ব্যাগসহ আটক করে। পরে ব্যাগটি তল্লাশি করে ৩২০০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

জব্দকৃত ইয়াবা ও আটককৃত মাদক ব্যবসায়ীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply