ঢাবি ঘ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ

|

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক শ্রেণিতে ভর্তির জন্য ঘ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আজ।

শনিবার (২৩ অক্টোবর) সকাল ১১টায় শুরু হয়ে সাড়ে ১২টা পর্যন্ত দেশব্যাপী চলবে এ পলীক্ষা। ইউনিটটিতে এক হাজার ৫৭০টি আসনের বিপরীতে ১ লাখ ১৫ হাজার ৮৮১ জন আবেদন করেছেন। সে হিসেবে প্রতি আসনের বিপরীতে প্রায় ৭৪ জন শিক্ষার্থী লড়বেন। মানবিক, ব্যবসায় শিক্ষা ও বিজ্ঞান, এই তিন বিভাগের শিক্ষার্থীরাই পরীক্ষা দিচ্ছেন এই ইউনিটটিতে। ঘ ইউনিটে বিভাগ রয়েছে ৫৫টি।

এর আগে ১ অক্টোবর বিজ্ঞান অনুষদভুক্ত ক ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে শুরু হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা। এরপর ২ অক্টোবর খ ও ৯ অক্টোবর চ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়। গতকাল শুক্রবার অনুষ্ঠিত হয় ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত গ ইউনিটের পরীক্ষা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply