জরাজীর্ণ রঘুনাথপুর আশ্রয়ণ প্রকল্প

|

মেহেরপুর সদরের রঘুনাথপুর আশ্রয়ণ প্রকল্পের ঘরগুলো দীর্ঘদিন মেরামত না করায় জরাজীর্ণ হয়ে পড়েছে। একেবারেই বসবাসের অযোগ্য হয়ে পড়ায় পরিত্যক্ত পড়ে রয়েছে বেশ কয়েকটি ঘর।

সরেজমিনে দেখা যায়, টিনের চালায় অসংখ্য ছিদ্র। ঘুন ধরেছে কাঠের খুঁটি গুলোতেও। রঘুনাথপুর আশ্রয়ণ প্রকল্পের বেশিরভাগ ঘরই এমন জরাজীর্ণ। ভূমিহীনদের স্থায়ী ঠিকানা গড়ে দেয়ার লক্ষ্যে দুই দশক আগে মেহেরপুরের আমঝুপি ইউনিয়নের রঘুনাথপুর গ্রামে ১৬০টি পরিবারের জন্য ঘর করে দেয় সরকার। দীর্ঘদিন মেরামত না করায় বেশিরভাগ ঘরই জরাজীর্ণ হয়ে পড়েছে। পরিবারগুলোর সদস্য সংখ্যা বাড়লেও নির্মাণ হয়নি নতুন ঘর।

কাজের অভাবে বাসিন্দাদের অনেকেই বেকার বসে রয়েছেন। মাথা গোঁজার ঠাঁইটুকু মেরামত করার সামর্থ্য নেই বেশিরভাগ পরিবারের।

আশ্রয়ণ প্রকল্পটিতে ধীরে ধীরে বিভিন্ন নাগরিক সুবিধা নিশ্চিতের কথা থাকলেও তা হয়নি। রয়েছে সুপেয় পানির সংকট। এখানকার শিশুদের জন্য প্রতিষ্ঠিত বেসরকারি বিদ্যালয়টি সরকারি করার আশ্বাসও বাস্তবায়ন হয়নি। নানা সংকটে ব্যাহত হচ্ছে পাঠদান।

তবে যাদের সামর্থ্য নেই তাদের ঘরগুলো মেরামতে সহযোগিতার আশ্বাস দেন মেহেরপুর জেলা প্রশাসক মনসুর আলম খান।

আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের স্বাবলম্বী করে তুলতে বিভিন্ন কাজের প্রশিক্ষণ দেয়ার পাশাপাশি ঋণ দেয়া হচ্ছে বলেও জানিয়েছেন জেলা প্রশাসক।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply