বাংলাদেশ নিয়ে যা বললেন জাতিসংঘ অভিবাসনের মিশন প্রধান

|

মূলত কর্মসংস্থানের জন্যই অবৈধভাবে বিদেশে পাড়ি জমায় বাংলাদেশের যুবকরা। ঝুঁকিপূর্ণ এ যাত্রা রোধে সরকারের সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বিতভাবে কাজ করার সুযোগ আছে। এমনটাই মনে করেন জাতিসংঘের অভিবাসন সংস্থা, আইওএমের বিদায়ী মিশন প্রধান গিওরগি গিগাওরি।

একদিকে বিশ্বের সবচেয়ে বড় শরণার্থী ঢল, অন্যদিকে করোনা মহামারি। বাংলাদেশে দুই সংকট খুব কাছ থেকেই দেখেছেন আইওএমের মিশন প্রধান গিওরগি গিগাওরি। তার পরবর্তী মিশন ইরাক। বিদায়ের আগে যমুনা নিউজের সাথে এক আলাপচারিতায় জানিয়ে গেলেন এখানে অভিবাসন বিষয়ে তার অভিজ্ঞতা। গিওরগি মনে করেন, প্রত্যাবাসনেই রোহিঙ্গা সংকটের উত্তরণ। তিনি রোহিঙ্গা সংকট নিরসনে বাংলাদেশের আন্তরিকতার প্রশংসা করেন।

আইওএমেএর এই কর্মকর্তা বলছিলেন, বাংলাদেশে নিরাপদ অভিবাসন নিয়ে কাজ করার অনেক জায়গা রয়েছে। তবে এজন্য দরকার সংস্থাগুলোর মধ্যে সমন্বয়।

এদেশের মাটি, বায়ু আর সবুজ জায়গা করে নিয়েছে তার ভেতর। জিভে লেগেছে দই আর মিষ্টির স্বাদ। বলেন, সিরাজগঞ্জের সন্দেশটিই তার সবচেয়ে ভালো লেগেছে। জানান, বহুমুখী সংকটেও এখানকার আতিথেয়তা ভুলতে পারবেন না সহজে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply