সেপ্টেম্বরে মূল্যস্ফীতি বেড়েছে ৫ শতাংশের বেশি

|

চলতি অর্থবছরের সেপ্টেম্বরে দেশে সার্বিক মূল্যস্ফীতি বেড়েছে ৫ দশমিক ৬ শতাংশ। আগস্ট এবং জুলাইয়ে ছিল যথাক্রমে ৫ দশমিক ৫৪ এবং ৫ দশমিক ৩৬ শতাংশ। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো, বিবিএসের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

বৃহস্পতিবার (২১ অক্টোবর) প্রকাশিত বিবিএসের ওই প্রতিবেদনে দেখা যায়, এসময় খাদ্য এবং খাদ্যবহির্ভূত উভয় খাতেই মূল্যস্ফীতি বেড়েছ। গত মাসে ভোক্তা পর্যায়ের মূল্যসূচকও বেড়েছিলো। যা আগস্টের ৫ দশমিক ৫৪ শতাংশ থেকে ৫দশমিক ৫৯ শতাংশে উন্নীত হয়।

সেপ্টেম্বরে খাদ্যপণ্য ছাড়া অন্যান্য পণ্যে মূল্যস্ফীতি বেড়ে ৬ দশমিক ১৯ শতাংশ হয়েছে। যা আগস্টে খানিকটা কম ছিলো।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply