‘পাকিস্তানের সবচেয়ে বড় হুমকি রাহুল’

|

ছবি: সংগৃহীত

বিরাট কোহলি কিংবা রোহিত শর্মা নন, চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান দলের সবচেয়ে বড় হুমকি লোকেশ রাহুল। এমনটাই মনে করছেন সাবেক অস্ট্রেলিয়ান তারকা ও পাকিস্তানের ব্যাটিং পরামর্শক ম্যাথু হেইডেন।

হেইডেন বলেন, বেশ কিছুদিন ধরেই আমি ভারতীয় ক্রিকেট ফলো করছি। টেস্ট ক্রিকেটে রাহুলকে বেশ সংগ্রাম করতে হচ্ছে। কিন্তু সাদা বলে রাহুল দুর্দান্ত। ক্রিকেটের প্রতি ওর আলাদা রকমের একটা দৃষ্টিভঙ্গি রয়েছে। সুযোগ পেলে বিপক্ষের বোলিংকে ধ্বংস করে দিতে পারে ও। পাকিস্তানের বিপক্ষে ম্যাচে রাহুলই সবচেয়ে বড় হুমকি।

হেইডন বলেন, আমি মনে করি যারা চাপের মুখে ভালো খেলতে পারে তারাই আসল খেলোয়াড়। এটি অত্যন্ত চমকপ্রদ ব্যাপার।

রবিবার (২৪ অক্টোবর) নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হবে বিশ্ব ক্রিকেটের চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশ ভারত ও পাকিস্তান। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ছয়টায়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply