ঋণ খেলাপি হওয়া সত্ত্বেও আওয়ামী লীগ প্রার্থীকে বৈধ ঘোষণার অভিযোগ

|

ছবি: সংগৃহীত।

ঋণ খেলাপি হওয়ার পরও জামালপুর সদরের লক্ষীরচর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী আফজাল হোসেন বিদ্যুৎকে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণার অভিযোগ উঠেছে। আগামী ১১ নভেম্বর অনুষ্ঠিতব্য দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনের যাচাই-বাছাইয়ে রিটানিং কর্মকর্তা ওই প্রার্থীকে বৈধ ঘোষণা করেন বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করেন স্বতন্ত্র প্রার্থী মোঃ মনিরুজ্জামান।

আজ শুক্রবার (২২ অক্টোবর) সকালে জামালপুর জেলা প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে লক্ষীরচর ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী মোঃ মনিরুজ্জামান লিখিত অভিযোগ তোলেন। তিনি বলেন, দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনের যাচাই-বাছাইয়ে লক্ষীরচর ইউনিয়নের আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী আফজাল হোসেন বিদ্যুৎকে বৈধ প্রার্থী ঘোষণা করেন রিটানিং কর্মকর্তা। অথচ ২০ অক্টোবর আফজাল হোসেন বিদ্যুৎকে ঋণ খেলাপি উল্লেখ করে রিটানিং কর্মকর্তাকে তথ্য দেয় বাংলাদেশ ব্যাংক।

তিনি আরও জানান, এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ওই দিনই সদর উপজেলা নির্বাচন অফিসে চিঠি পাঠায় রিটানিং কর্মকর্তা। যাচাই-বাছাইয়ের দিন আফজাল হোসেন বিদ্যুৎতের প্রার্থীতা অযোগ্য ঘোষণার দাবি করেন লক্ষীরচর ইউনিয়নের অন্যান্য প্রার্থীরা। কিন্তু পরবর্তীতে রিটানিং কর্মকর্তা ইউনিয়ন পরিষদ নির্বাচন বিধিমালা উপেক্ষা করে বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী ঋণ খেলাপি হওয়ার পরও আফজাল হোসেনকে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা করেন।

এ ব্যাপারে লক্ষীরচর ইউনিয়নের রিটানিং কর্মকর্তা দিলরুবা ইয়াসমিন জানান, সংশ্লিষ্ট ব্যাংকের শাখা ব্যবস্থাপক ওই প্রার্থী ঋণ খেলাপি নয় বলে অনাপত্তি পত্র (এনওসি) প্রদান করায় আফজাল হোসেন বিদ্যুতের প্রার্থীতা বৈধ ঘোষণা করা হয়েছে। এ বিষয়ে করো আপত্তি থাকলে আপিল কর্তৃপক্ষের কাছে আবেদন করতে পারবে বলে তিনি জানান।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply