সিরিয়ায় দাবানলের ঘটনায় ২৪ জনের মৃত্যুদণ্ড কার্যকর

|

ছবি: সংগৃহীত

দাবানলের ঘটনায় জড়িত থাকার অপরাধে ২৪ জনের মৃত্যুদণ্ড কার্যকর করলো সিরিয়ার সরকার। বুধবার তাদের ফাঁসি দেয়া হয়।

দেশটির বিচার মন্ত্রণালয় জানিয়েছে, মৃত্যুদণ্ড প্রাপ্তরা সরকারি অবকাঠামো এবং সম্পদের অপূরণীয় ক্ষতির জন্য দায়ী। সন্ত্রাসী কর্মকাণ্ডে তারা দোষী সাব্যস্ত হন। দাহ্য পদার্থ ব্যবহার করে রাষ্ট্রীয় অবকাঠামো, সরকারি ও ব্যক্তিগত সম্পত্তির ক্ষতি করেছে তারা।

দাবানলে জড়িত থাকায় আরও ১১ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে। এছাড়া পাঁচ নাবালককে একই অভিযোগে ১০ থেকে ২০ বছরের কারাদণ্ড শোনানো হয়। দণ্ডপ্রাপ্তরা গত বছরে কৃত্রিমভাবে সিরিয়ার হোমস, লাতাকিয়া এবং তারতুসে দাবানল সৃষ্টি করে।

যুদ্ধবিধ্বস্ত সিরিয়ায় প্রায় সময় মৃত্যুদণ্ড কার্যকর হয়ে আসছে। কিন্তু বুধবারের সংখ্যাটি অন্য সময়ের তুলনায় অনেক বেশি।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply