২৬২ দিন লকডাউনে থাকার পর স্বাভাবিক জীবনে ফিরলো মেলবোর্ন

|

ছবি: সংগৃহীত

দীর্ঘ ২৬২ দিন লকডাউনে থাকার পর স্বাভাবিক জীবনে ফিরলো অস্ট্রেলিয়ার শহর মেলবোর্ন। বৃহস্পতিবার তুলে নেয়া হয় সবশেষ এবং ষষ্ঠ দফার লকডাউন।

শহরটির ১৬ বছরের ওপরে ৭০ শতাংশ বাসিন্দাদের নিশ্চিত করা হয়েছে ভ্যাকসিনের পূর্ণাঙ্গ ডোজ। তাই ৫০ লাখের বেশি মানুষের শহরটি বর্তমানে অনেকটাই করোনা থেকে নিরাপদ। রেস্তোরাঁ-ক্যাফে-স্টেডিয়াম বা সুইমিং পুলের মতো খোলা জায়গায় যেতে কোনো বাধা নেই। থাকবে না কারফিউ কিংবা চলাচলের ওপর কোনো নিষেধাজ্ঞাও। কোভিড নাইনটিন মোকাবিলায় অস্ট্রেলিয়া শক্ত অবস্থানে থাকার কারণেই বহু মৃত্যু এড়াতে পেরেছে।

২০২০ সালের মার্চ মাস থেকে ছ’দফায় মেলবোর্নে জারি করা হয় লকডাউন। মহামারিতে দেশটির মোট প্রাণহানি ১৬’র কাছাকাছি; করোনা শনাক্ত হয়েছে দেড় লাখের বেশি।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply