ভারত ও নেপালে বন্যা-ভূমিধসে ২০০’র কাছাকাছি মানুষের মৃত্যু

|

ছবি: সংগৃহীত

টানা বৃষ্টি-বন্যা-ভূমিধসে ভারত ও নেপালে ২০০’র কাছাকাছি মানুষ প্রাণ হারিয়েছেন। দেশগুলোর দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় নিশ্চিত করেছে এ তথ্য।

নেপালের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, পার্বত্য এলাকাগুলোয় ভূমিধসের কারণে ১০০’র কাছাকাছি প্রাণহানি রেকর্ড করা হয়েছে। বন্যা-ভূমিধসে বিপর্যস্ত দেশটির দুর্গম পাহাড়ি এলাকা। এখনও নিখোঁজ কমপক্ষে ৩০ জন। প্রত্যেক নিহতের পরিবারকে ১৭শ’ ডলার ক্ষতিপূরণ দেয়ার ঘোষণা দিয়েছে দেশটির সরকার। গেলো দু’দিনে দেশটিতে রেকর্ড বৃষ্টিপাত হয়েছে।

এদিকে, গেলো শুক্রবার ভয়াবহ পরিস্থিতি দেখেছে ভারতের কেরালা। রেকর্ড বৃষ্টিপাতের কারণে দক্ষিণের রাজ্যটিতে হচ্ছে প্রবল বন্যা ও ভূমিধস। প্রাণ হারিয়েছেন ৪২ জন। সরকারি হিসাব অনুসারে, ১৬’র বেশি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। উত্তরাখণ্ডের অবস্থা আরও শোচনীয়। প্রাণহানি অর্ধ-শতাধিক ছাড়িয়েছে, এখনও নিখোঁজ রয়েছে বহু মানুষ। চলতি সপ্তাহেই রাজ্যটিতে ৩২৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply