সুপার টুয়েলভে বাংলাদেশ

|

ছবি: সংগৃহীত

তিন ম্যাচে দুই জয় এবং দারুণ নেট রান রেট নিয়ে সুপার টুয়েলভ নিশ্চিত করলো বাংলাদেশ। এখন ওমান বনাম স্কটল্যান্ডের ম্যাচেই নির্ধারিত হবে বি গ্রুপের চ্যাম্পিয়ন নাকি রানার্স আপ হিসেবে সুপার টুয়েলভে খেলবে বাংলাদেশ। ওমানের বিপক্ষে স্কটল্যান্ড জিতলে তারাই হবে গ্রুপ চ্যাম্পিয়ন (B1)। সেক্ষেত্রে স্কটিশরা খেলবে গ্রুপ টুতে ভারত- পাকিস্তানের সাথে। আর বাংলাদেশ B2 হিসেবে খেলবে গ্রুপ ওয়ানে ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার বিপক্ষে।

পাপুয়া নিউগিনির বিপক্ষে ৮৪ রানের বিশাল ব্যবধানে জয় পেয়ে রান রেটকেও অনেক উঁচুতে নিয়ে গেছে মাহমুদউল্লাহর বাংলাদেশ। প-রথম ম্যাচে হারের পর টানা দুই জয়ে +১.৭৩৩ রান রেট নিয়ে গ্রুপ বি’র পয়েন্ট টেবিলে এখন সবার উপরে অবস্থান করছে বাংলাদেশ।

নিয়ম অনুযায়ী, প্রতি গ্রুপের শীর্ষ দুটি দলই সুযোগ পাবে সুপার টুয়েলভে খেলার; বাদ পড়বে বাকি দুই দল। আইসিসি জানিয়েছিল, বাংলাদেশ ও শ্রীলঙ্কা নিজ নিজ গ্রুপে চ্যাম্পিয়ন হোক বা রানারআপ, সুপার টুয়েলভে টাইগাররা ‘গ্রুপ টু’-তে এবং লঙ্কানরা ‘গ্রুপ ওয়ান’-এ খেলবে।

কিন্তু সেই নিয়মে হঠাৎ করেই পরিবর্তন এনে আইসিসি গত মঙ্গলবার জানায়, ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন দল সুপার টুয়েলভে ‘গ্রুপ ওয়ান’-এ এবং রানার আপ দল ‘গ্রুপ টু’-তে খেলবে। অনুরূপভাবে ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন দল ‘গ্রুপ টু’তে এবং রানার-আপ দল ‘গ্রুপ ওয়ান’-এ খেলবে।

সেক্ষেত্রে স্কটল্যান্ডের কাছে হেরে ‘গ্রুপ টু’-তে থাকা ভারত-পাকিস্তানের সাথে খেলা পড়ছে না বাংলাদেশের। ‘বি’ গ্রুপে বাংলাদেশ রানার আপ হলে সুপার টুয়েলভে খেলতে হবে ‘গ্রুপ ওয়ান’ এ; যে গ্রুপে আছে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ। নিয়ম পরিবর্তনের কারণে বাংলাদেশ-শ্রীলঙ্কা দুই দলই সুপার টুয়েলভে পড়তে পারে একই গ্রুপে।

এর আগে আগস্টে টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি প্রকাশের দিনই আইসিসি জানিয়েছিল, বাংলাদেশ-শ্রীলঙ্কা যেকোনোভাবে প্রথম রাউন্ডে পার হতে পারলেই ‘বি-১’ ও ‘এ-১’ হিসেবে বিবেচিত হবে। অর্থাৎ রানার্সআপ হলেও ‘বি-১’ হিসেবে সুপার টুয়েলভে ‘গ্রুপ-২’ তে পড়ার কথা বাংলাদেশের। কিন্তু সংশোধনী পাঠিয়ে আইসিসি জানিয়েছে এমনটি হচ্ছে না। টুর্নামেন্টের তিনদিন পার হওয়ার পর বদলে ফেলা হয়েছে গ্রুপ সিডিং।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply