শূন্য রানে আউট হয়েছিল দলের সব ব্যাটার

|

প্রতীকী ছবি।

বিশ্বে কতধরনের না রেকর্ড ঘটে। বর্তমানে বিশ্বে যতধরনের খেলা আছে ক্রিকেট খেলা তন্মধ্যে জনপ্রিয় একটি খেলা। ক্রিকেট ইতিহাসে সবচেয়ে একপেশে একদিনের ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল মুম্বাইয়ের হ্যারিস শিল্ড টুর্নামেন্টে, ২০১৯ সালের ২০শে নভেম্বর।

ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন অনুসারে, ভারতের এক স্কুল প্রতিযোগিতায় ঘটেছিল এই ঘটনা। মুম্বাইয়ের চিল্ড্রেন্স ওয়েলফেয়ার সেন্টার স্কুলের সেদিন দলের এগারো ব্যাটারই ‘ডাক’ মারার লজ্জা নিয়েই মাঠ ছাড়তে হয়েছিল।

সেদিনের ম্যাচে ওয়েলফেয়ার স্কুলের সব ব্যাটসম্যান শূন্য রানে আউট হলেও দলীয় রানের খাতায় সাত যোগ করতে পেরেছিল তারা। এই সাত রানই এসেছিলো ‘এক্সট্রা’ থেকে। বিবেকানন্দ স্কুলের অলক পাল একটি হ্যাটট্রিকসহ ৩-০-৩-৬ বোলিং ফিগার নিয়ে ম্যাচ শেষ করে। 

এর আগে প্রথমে ব্যাট করে ৩৯ ওভারে মাত্র চার উইকেট হারিয়ে ৭৬১ রানের পাহাড়সম সংগ্রহ গড়ে তুলে বিবেকানন্দ স্কুল। তিনে নামা মিত মায়াকার খেলে ১৩৪ বলে ৩৩৮ রানের অনবদ্য এক ইনিংস। এরপর প্রতিপক্ষকে ৭ রানে অলআউট করে ৭৫৪ রানের সুবিশাল জয় নিয়ে মাঠ ছাড়ে তারা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply