কুড়িগ্রামে সাড়ে ১৫ কেজির বোয়াল ১৮ হাজারে বিক্রি

|

সাড়ে ১৫ কেজি ওজনের বোয়াল।

কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রামের চিলমারী উপজেলায় ব্রহ্মপুত্র নদে সাড়ে ১৫ কেজির একটি বোয়াল মাছ ধরা পরেছে এক জেলের জালে। মাছটি বিক্রি হয় ১৮ হাজার ৬০০ টাকায়।

বৃহস্পতিবার (২১ অক্টোবর) ভোরে উপজেলার থানাহাট ইউনিয়নের পুটিমারী কাজলডাঙ্গা গ্রামের জেলে খিরুরাম দাসের জালে বোয়াল মাছটি ধরা পড়ে। তিনি স্থানীয় মাছ ব্যবসায়ী ধনেশ্বরের কাছে বিক্রি করেন মাছটি।

জেলে খিরুরাম দাস জানান, প্রতিদিনের মতো তিনি ব্রহ্মপুত্র নদে বৃহস্পতিবার ভোরে বড় মাছ ধরতে জাল ফেলেন। জাল ফেলার কিছুক্ষণ পরেই বোয়াল মাছটি জালে ধরা পড়ে। মাছটি এনে ধনেশ্বরের নিকট ১৬ হাজার টাকায় বিক্রি করেন।

মাছ ব্যবসায়ী ধনেশ্বর বলেন, ১২শ টাকা কেজি দরে মাছটি তিনি ১৮হাজার ৬শ টাকায় থানাহাট বাজারে বিক্রি করেন।

চিলমারী উপজেলা মৎস্য কর্মকর্তা নুরুজ্জামান খান জানান, ব্রহ্মপুত্র নদে মাঝে মধ্যে এরকম বড় মাছ ধরা পড়ে। এটি স্থানীয় জেলে এবং ক্রেতাদের জন্য খুশির খবর।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply