সিরিয়ায় সরকারি বাহিনীর অভিযানে ৪ শিশুসহ নিহত ১১

|

সিরিয়ায় সরকারি বাহিনীর অভিযানে প্রাণ গেছে কমপক্ষে ১১ বেসামরিক নাগরিকের। আহত অন্তত ২০ জন।

বুধবার (২০ অক্টোবর) বিদ্রোহী অধ্যুষিত আরিহা শহরে এই হামলা চালানো হয়। প্রত্যক্ষদর্শী ও উদ্ধারকর্মীরা জানায়, অঞ্চলটির বেসামরিক এলাকাগুলোতেও বোমা ফেলে নিরাপত্তা বাহিনী। হতাহত হয় বেশ কয়েকজন। নিহতদের মধ্যে চার স্কুল শিক্ষার্থীও রয়েছে।

ইদলিবে বোমা হামলায় ১৪ সেনা নিহতের ঘটনার পরপরই এ অভিযান শুরু করে দেশটির সরকারি বাহিনী।

বুধবার দামেস্কে আগে থেকেই পুঁতে রাখা দুটি বোমা বিস্ফোরণে হয় এ প্রাণহানি। ধারণা করা হচ্ছে, সেনা সদস্যদের বহনকারী বাস এলাকাটি পার হওয়ার সময় রিমোট কন্ট্রোলের সাহায্যে ঘটানো হয় বিস্ফোরণ। কেউ দায় স্বীকার না করলেও অভিযোগের তীর আইএসের দিকে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply