অবেলায় প্লাবিত তিস্তার তীরাঞ্চল

|

উজানে থেকে আসা আকস্মিক ঢলে প্লাবিত হয়েছে তিস্তা নদীর আশপাশের এলাকা। চাপ সামাল দিতে খোলা রাখা হয়েছে ব্যারেজের সবকটি জলকপাট।

এখনও বিপদ সীমায় এ নদীর পানি। গতকাল জলের তোড়ে ফ্লাড বাইপাস সড়ক ভেঙে লালমনিরহাট জেলার সাথে নীলফামারীর সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। ক্ষতির মুখে রংপুরসহ নদী পাড়ের জেলার চর ও তীরবর্তী নিম্নাঞ্চলগুলো।

হঠাৎ এই ঢলে তলিয়ে যাচ্ছে আমন ধানসহ সবজির ক্ষেত, ভেসে গেছে পুকুরের মাছ। ফসলহানির শঙ্কায়, দুশ্চিন্তায় তিস্তাপাড়ের হাজার হাজার কৃষক।

পানি বৃদ্ধির ফলে ব্যারেজের ভাটিতে থাকা নিম্নাঞ্চলে প্রায় ১০ হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়েছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply