নোয়াখালীতে মন্দির ভাঙচুরের ঘটনায় ভিডিও ফুটেজ দেখে গ্রেফতার আরও ৩

|

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর চৌমুহনীতে মন্দির ভাঙচুরের ঘটনায় ভিডিও ফুটেজ দেখে শনাক্ত করে আরও তিনজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। এ নিয়ে পূজামণ্ডপে হামলা ও দোকানপাট ভাঙচুরের ঘটনায় ৪টি মামলায় মোট ৮০জনকে গ্রেফতার করা হলো।

বুধবার (২০ অক্টোবর) ভোর রাতে বিভিন্ন স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে বেগমগঞ্জ উপজেলার কাদিরপুর ইউনিয়নের মো. ইলিয়াস, একলাশপুর ইউনিয়নের মিজানুর রহমান, গনিপুরের নুর নবীকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। এছাড়া পূজা মণ্ডপে হামলা ও ভাঙচুরের ঘটনায় একলাসপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান খলিলুর রহমানকে গ্রেফতার করা হয় ।

এ বিষয়ে নোয়াখালী জেলা পুলিশ সুপার শহিদুল ইসলাম জানান, আমরা বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান থেকে ভিডিও ফুটেজ সংগ্রহ করে যাচাই-বাছাই করে এবং গোপন সংবাদের ভিত্তিতে আসামিদেরকে চিহ্নিত করে অভিযান পরিচালনার মাধ্যমে তাদেরকে গ্রেফতার করি। এ বিষয়ে গ্রেফতার অভিযান অব্যাহত থাকবে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply