হাইতিতে অপহৃত ধর্ম প্রচারকদের জন্য প্রায় ২ কোটি ডলারের মুক্তিপণ দাবি

|

অপহৃতদের মুক্তির দাবিতে রাস্তায় নেমেছে হাইতির জনগণ। ছবি: সংগৃহীত।

হাইতিতে অপহৃত ১৭ জন মার্কিন ধর্মপ্রচারকের সদস্যদের ছাড়ার জন্য ১ কোটি ৭০ লাখ ডলার মুক্তিপণ দাবি করলো অপরাধী চক্র ‘ফোর হান্ড্রেড মাওজো’। মঙ্গলবার (১৯ অক্টোবর) এ তথ্য জানায় দেশটি।

নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, গ্যাংয়ের এক সদস্য টেলিফোন মুক্তিপণের অর্থ চায়। ক্রিশ্চিয়ান মিশনারিজের এক সদস্য জানান, প্রত্যেক অপহৃতের মুক্তির বিনিময়ে চাওয়া হয়েছে ১০ লাখ ডলার।

এদিকে, অপহৃতদের মুক্তির দাবিতে পথে নেমেছেন দেশটির সাধারণ মানুষ। দরিদ্র দেশটিতে বিশেষ ভূমিকা আছে, খ্রিস্টান মিশনগুলোর। রাজধানীর শান্তিপূর্ণ কর্মসূচিতে অংশ নেন হাজারো মানুষ। এর আগে গত শনিবার, একটি অনাথ আশ্রম পরিদর্শন করে, ফেরার সময় মিশনারি দলটির বাসে হামলা চালানো হয়। অপহরণ করা হয় সবাইকে, যারমধ্যে ৫ শিশুও রয়েছে। নিখোঁজ হন তাদের পরিবারও।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply