গরু জবাই নিষিদ্ধ হলো শ্রীলঙ্কায়

|

ছবি: সংগৃহীত।

এবার গরু জবাইয়ের ওপর নিষেধাজ্ঞা সংক্রান্ত প্রস্তাব অনুমোদন দিয়েছে শ্রীলঙ্কার সরকার। স্থানীয় কৃষিকাজ ও দুধ উৎপাদনের সুবিধার্থে এই সিদ্ধান্ত নিয়েছে দেশটি। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে দেশটির মানবাধিকার সংগঠনগুলো। তাদের দাবি, মুসলিমদের দমাতেই এই ধরনের পদক্ষেপ নিয়েছে সরকার। খবর ইকোনমিক নেক্সট।

শ্রীলঙ্কার মোট জনসংখ্যার ৭০ শতাংশ বৌদ্ধ ধর্মের অনুসারী এবং ১০ শতাংশ হলো মুসলমান। দেশটিতে গরুর মাংসের ব্যবসা সম্পূর্ণভাবেই মুসলিমদের হাতে। তাই এই আইনের ফলে ক্ষতিগ্রস্ত হবে তারাই।

তবে আইনের পক্ষে বলা হয়েছে, বর্তমানে দেশে দুগ্ধ শিল্প ও কৃষি কাজের জন্য যথেষ্ট পরিমাণে গরু নেই। এর ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে এই দুটি গুরুত্বপূর্ণ খাত। তাই গরু জবাইয়ের ওপর নিষেধাজ্ঞা দেয়া হলো। শ্রীলঙ্কান সরকারের এই সিদ্ধান্ত এরই মধ্যে স্বাগত জানিয়েছে শ্রীলংকার কট্টরপন্থী সিংহলী বৌদ্ধ গোষ্ঠীগুলো।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply