ম্যাসেজ পেয়েও টিকা না মেলায় প্রবাসীদের বিক্ষোভ ও অবস্থান

|

ম্যাসেজ পেয়েও নির্ধারিত দিনে টিকা না পাওয়ায় ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন প্রবাসীরা।

বুধবার (২০ অক্টোবর) সকালে হাসপাতালে এসে টিকা দেয়া হবে না শুনে বিক্ষোভ শুরু করেন তারা। এসময় তারা বলেন, নির্ধারিত দিনে টিকা নিতে এসেও ভোগান্তি পোহাতে হচ্ছে। দেশের নানা প্রান্ত থেকে টিকা নিতে এসে টিকা নিতে না পারার এই ভোগান্তি অনেক কষ্টের বলে ক্ষোভ প্রকাশ করেন তারা।

বিক্ষোভরত প্রবাসীরা অভিযোগ করেন, ভোর থেকে এসে সবাই যখন লাইনে দাঁড়ানো শুরু করেছে তখন কিছুই জানানো হয়নি। তবে দীর্ঘ সময় অপেক্ষার পর কর্তৃপক্ষ জানায়, সরকারি ছুটির দিন হওয়ায় আজ টিকা দেয়া হবে না।

সরকারি কর্মকর্তাদের উদাসীনতার কারণে তাদের এই ভোগান্তি পোহাতে হচ্ছে বলে অভিযোগ করেন টিকা নিতে আসা মানুষ। টিকা না পাওয়ার পরপরই বিক্ষোভ শুরু করেন টিকা নিতে আসা প্রবাসীরা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply