বুয়েটে চলছে প্রাথমিক বাছাই, ক্লাস শুরু ১৩ নভেম্বর

|

বুয়েটে ২০২০-২০২১ শিক্ষাবর্ষে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের প্রাথমিক বাছাই কার্যক্রম শুরু হয়েছে আজ। প্রাথমিক বাছাইয়ের ফল ঘোষণার পর আগামী ১৩ নভেম্বর অনলাইনে ক্লাস শুরু হবে।

বুধবার (২০ অক্টোবর) সকালে বুয়েট ক্যাম্পাসেই ১০টা থেকে ১১টা পর্যন্ত চলে প্রাথমিক বাছাইয়ের পরীক্ষা। এ বছর কয়েক ধাপে হবে পরীক্ষা। প্রাথমিক বাছাই পরীক্ষায় যারা উত্তীর্ণ হবে শুধু মাত্র তারাই লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে।

প্রাথমিক ভাবে ১৮ হাজার শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছে। এদের মধ্যে থেকে বাছাই করা ৬ হাজার শিক্ষার্থী লিখিত পরীক্ষায় অংশ নিতে পারবে। প্রাথমিক বাছাই কার্যক্রম কালও চলবে। করোনার কারণে এই নতুন পদ্ধতিতে হচ্ছে ভর্তি পরীক্ষা।

সাংবাদিকদের সাথে আলাপকালে বুয়েট ভিসি সত্য প্রসাদ মজুমদার বলেন, পরীক্ষার ফল ঘোষণা করে ১৩ নভেম্বর অনলাইন ক্লাস শুরু হবে। এছাড়া একমাসের মধ্যে পর্যাপ্ত সংখ্যক শিক্ষার্থী টিকা গ্রহণ করলে হলও খুলে দেয়া হবে বলে জানান তিনি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply