দুই প্রতিবন্ধী শিক্ষার্থীর ৫ বছরের প্রেমের পূর্ণতা দিলো শিক্ষাপ্রতিষ্ঠান

|

বগুড়া ব্যুরো:

বিশেষ চাহিদাসম্পন্ন এমদাদুল হক ও সুমনা খাতুন দুজনেই পড়তেন বগুড়ার টিএমএসএস অটিজম ও প্রতিবন্ধী স্কুল এবং পুর্নবাসন কেন্দ্রে। তাদের প্রথম পরিচয় হাসপাতালে চিকিৎসা নিতে এসে। সেখান থেকে পাঁচ বছরের প্রেমশেষে গাঁটছড়া বাধলেন নিজেদের স্কুলপ্রাঙ্গনেই।

তাদের গায়ে হলুদ, বিয়ে আর সহস্রাধিক অতিথি আপ্যায়নসহ বিয়ের সমস্ত আয়োজন করে বেসরকারি উন্নয়ন সংস্থা ঠোঙ্গামারা মহিলা সবুজ সংঘ টিএমএসএস।

সোমবার এই বিয়ের পর টিএমএসএসের দেওয়া বাড়িতে সংসার শুরু করেছেন এমদাদ-সুমনা দম্পতি। তারা জানান, প্রথম দেখাতেই তাদের দুজনের দুজনকে ভাল লাগে। এরপর স্কুলের শিক্ষকদের বিষয়টি জানানোর পর দুজনের প্রণয়কে পরিণয়ে রূপ দেয়ার আয়োজন শুরু করেন তারা।

বিয়ের পর এমদাদ জানান, টিএমএসএসের একটি অঙ্গপ্রতিষ্ঠানে কাজ করে তিনি সুমনাকে নিয়ে সংসার গোছাতে চান।

টিএমএসএসের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দা রাকিবা সুলতানা জানান, এমদাদ-সুমনার মতো আরো ৬৫ জন শারীরিক-মানসিক প্রতিবন্ধী তাদের অটিজম স্কুলে পড়াশোনা করে। পড়ালেখা শেষে তাদের পুনর্বাসনের ব্যবস্থাও করা হয়। এমদাদ-সুমনার বিয়ের পর তাদের সংসার পরিচালনার জন্য প্রশিক্ষণমাফিক কাজ এবং অন্যান্য সহযোগিতা টিএমএসএস থেকে করা হবে বলেও জানান তিনি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply