প্রজাপতিকে ফিরিয়ে দিলেন মোস্তাফিজ

|

ছবি: সংগৃহীত

নিজের করা দ্বিতীয় ওভারে আবারও ওমান দুর্গে আঘাত হানলেন মোস্তাফিজ। ওমানের ওয়ান ডাউন ব্যাটসম্যান কাশ্যপ প্রজাপতিকে কট বিহাইন্ড করেন কাটার মাস্টার।

১৮ বলে ২ ছক্কায় ২১ রান করে ক্রমশ বিপদজনক হয়ে উঠছিলেন কাশ্যপ। তাকে ফেরানোয় স্বস্তিই ফিরলো বাংলাদেশ শিবিরে। এর আগে নিজের করা প্রথম ওভারেই ওমান শিবিরে আঘাত হানেন কাটার মাস্টার। ইনিংসের সপ্তম বলে ওমানের ওপেনার আকিব ইলিয়াসকে এলবিডব্লিউয়ের ধাঁধায় ফেলেন দ্য ফিজ।

ইনিংসের দ্বিতীয় ওভারে বলে আসেন মোস্তাফিজ। ১ম বলটা ওয়াইড দিলেও দ্বিতীয় বলেই দলকে সাফল্য এনে দেন তিনি। শুরুর ধাক্কাটা খুব দরকার ছিল বাংলাদেশের। এ পর্যন্ত ৬ ওভার ৩ বলে ২ উইকেট হারিয়ে ওমানের সংগ্রহ ৫৭ রান ।

এর আগে ২০ ওভারে অলআউট হওয়ার আগে ওমানের বিরুদ্ধে বাংলাদেশ সংগ্রহ করতে পেরেছে ১৫৩ রান। শুরুতে লিটন-মেহেদি চলে গেলেও মাঝের ওভারগুলোয় যেমন ব্যাট করা দরকার ছিল, ঠিক তেমনটাই করেছেন নাইম ও সাকিব। রান আউট হওয়ার আগে মাঠে ঝড়ই বইয়ে দিয়েছেন চ্যাম্পিয়ন অলরাউন্ডার সাকিব আল হাসান। স্কটল্যান্ডের বিরুদ্ধে ২৮ বলে ২০ রান করার পর সমালোচিত হচ্ছিলেন যে সাকিব, তিনিই আজ রান তুলেছেন ১৪৪ স্ট্রাইক রেটে। ৬ চারের সাহায্যে ২৯ বলে ৪২ রান করে আকিব ইলিয়াসের সরাসরি থ্রোতে রান আউট না হলে সাকিব-ঝড়ে আরও অশান্ত হতে পারতো ওমানের মরূদ্যান।

মোহাম্মদ নাইম ও সাকিব আল হাসান ৫৪ বলে ৮০ রানের জুটি গড়ে বাংলাদেশের ইনিংসকে নিয়ে এসেছেন আশাব্যঞ্জক ছন্দে। সাকিবের আউটের পর ক্রিজে এসে দ্রুতই বিদায় নিয়েছেন নুরুল হাসান সোহান। তারপর ব্যর্থ হয়েছেন আফিফ, মুশফিক, মাহমুদউল্লাহ, সাইফুদ্দিনরা। তবে আলো ছড়িয়েছেন নাইম। ৫০ বলে ৬৪ রানের ইনিংসটিতে ছিল ৩ চার ও ৪টি ছয়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply